কোটালীপাড়ায় রামশীল ইউপি নির্বাচনে চার মেম্বার প্রার্থীর সম্প্রীতির বার্তা
কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি, সমীর রায়:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সম্প্রীতির বন্ধন অটুট রাখতে আগামী (৩১জানুয়ারি) ইউপি নির্বাচনে সুষ্ঠ পরিবেশ সৃষ্টির লক্ষে এক ফ্রেমে চার মেম্বার প্রার্থীকে দেখা যায় । তাদের ভাষায় জনগন যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারা তাকেই মেনে নিবে । সুষ্ঠ, সুন্দর ,অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই আমরা।
এমন পরিবেশ দেখা যায় কোটালীপাড়া উপজেলার নির্বাচন অফিসের সামনে।আজ প্রতিক পাওয়ার পর চার প্রার্থী নির্বাচন অফিসের নিচে এসে এক ফ্রেমে সম্প্রীতির বার্তা দেয়। তারা হলেন,৮ নং ওয়ার্ডের অরবিন্দু বাইন তিনি মোরগ মার্কা নিয়ে প্রতিদন্ধীতা করবেন,গণেশ রায় টিউবওয়েল মার্কা নিয়ে প্রতিদন্ধীতা করবেন,দিলীপ রায় আপেল মার্কা নিয়ে প্রতিদন্ধীতা করবেন,স্বপন হালদার ফুটবল মার্কা নিয়ে প্রতিদন্ধীতা করবেন।

এসময় তারা বলেন,আমাদের রামশীল ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে আমরা চার জন নির্বাচনে অংশগ্রহণ কবো। আমরা কেউ কোরো বিরুদ্ধে অপপ্রচার করবোনা।জনগণ জাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই হবে আমাদের মেম্বার।
ষষ্ঠ ধাপের রামশীল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ৩১জানুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এস/এ