রেলে অর্ধেক যাত্রী নিয়ে চলার বিষয় দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে: সুজন
নিজস্ব প্রতিবেদক : রেলে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অর্ধেক যাত্রী নেওয়া বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
মঙ্গলবার রেলমন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি- বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে চট্রগ্রাম রেলওয়ে স্টেশন নিকট শপিং মলসহ কাম-গেস্ট হাউস নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আগে এসব কথা বলেন তিনি।
নূরুল ইসলাম সুজন বলেন, কবে থেকে ৫০ শতাংশ যাত্রী পরিবহন শুরু করবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত নেওয়া পরে আমরা আপনাদের জানিয়ে দেব।
তিনি বলেন,রেল হলো সরকারি পরিবহন একটি সংস্থা। সরকার যে স্বাস্থ্যবিধি মানার ঘোষণা দিয়েছে তা আমরা অবশ্যই মানবো। সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে আগামী ১৩ তারিখ থেকে অর্ধেক যাত্রী নেওয়ার বিষয়টি কার্যকর করার। কিন্তু ট্রেনের ৫ দিন আগের টিকিট বিক্রি করা হয়েছে এই বিষয়টিও বিবোচনায় রাখতে হবে। টিকিট বিক্রির সঙ্গে সবকিছু জড়িত। সবকিছু বিবেচনা করে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কবে থেকে অর্ধেক যাত্রী নেওয়া কার্যকর হবে এই বিষয়টি এখনিই বলা সম্ভব না। তবে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করে আমরা এগিয়ে যাব।
মন্ত্রী আরো বলেন,এর আগে যখন স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে রেল চলাচল করার ঘোষণা দেওয়া হয়েছিল তখনো সফলতার সঙ্গে কার্যক্রম করা হয়েছে। এখন ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন আগামী ১৩ তারিখ থেকে কার্যকর করা সম্ভব হবে কিনা সেই বিষয়ে আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নেব।
পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বন্দর নগরীর চট্টগ্রাম স্টেশনের কাছে রেলওয়ের জমিতে শপিং মল,হোটেল কামরেস্ট হাউস এবং অন্যান্য নির্মাণের জন্য বাংলাদেশ রেলওয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে।
মন্ত্রণালয়েরফোকাল পয়েন্ট অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু) আহসান জাবির ও
এপিক প্রপার্টিজ লিঃ পরিচালক মো. আনোয়ার হোসেন এই চুক্তিতে সই করেন।
চুক্তির সময়সীমা ৪০বছর। নির্মাণকালের সময় ৪ বছর প্রকল্পের সম্ভাব্য ব্যয় ৪৫. ২৫কোটি টাকা।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজসহ আরো অনেকেই।
প্রকল্পের আওতায় সেসব জিনিস নির্মাণ করা হবে, হোটেল, শপিং মলে, অফিস, সিনেমাহল/মাল্টিপ্লেক্স, কনভেনশন সেন্টারে /এক্সিবিশন সেন্টার /রিক্রিয়েশন সেন্টার / পারিবারিক বিনোদন কেন্দ্র।এপার্টমেন্ট।
এস/এ