চাঁপাইনবাবগঞ্জে সাতজনের দেহে করোনার ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা করোনার হটস্পটে পরিণত হওয়া ২৫ মে থেকে শুরু হওয়া বিশেষ লকডাউনের পঞ্চম দিনে আজ শনিবার আরো সাতজনের শরীরে করোনার ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয় বলে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান। সাতজনের মধ্যে দুজন ভারত থেকে আসা নাগরিক।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে যে সাতজনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে তার মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী। পুরুষ পাঁচজনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠজনের বয়স ১৩ বছর। এছাড়া একজনের বয়স ৩০ বছর, আরেকজনের বয়স ২১ বছর। বাকি দুজনের একজনের বয়স ৫২ বছর এবং আরেকজনের বয়স ২৭ বছর। নারী দুজনের মধ্যে একজন ২৭ বছর বয়সী, আরেকজন ৩১ বছর বয়সী।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী শনিবার বিকেলে জানান, গত শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১১৩টি স্যাম্পল র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করে ৩৮ জনের পজিটিভ পাওয়া গেছে। যা পরীক্ষার প্রায় ৩৪%। চাঁপাইনবাবগঞ্জ জেলায় বর্তমানে হাসপাতাল ও হোটেলসহ বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন ১০৭ জন। এর মধ্যে ২৭ জন রয়েছেন সদর হাসপাতালে। এ পর্যন্ত মোট ১৫৬৭ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে এবং মারা গেছেন গত শুক্রবার চারজনসহ ৩২ জন (শুক্রবার পর্যন্ত)।
সোনামসজিদ স্থলবন্দর পাশপোর্ট ইমিগ্রেশনের দায়িত্বরত কর্মকর্তা জাফর আলী জানান, শুক্রবার ও শনিবার ২ জন করোনা সংক্রমণসহ ১৯ মে থেকে ২৯ মে দুপুর পর্যন্ত ভারত থেকে প্রায় ৮২ জন পাসপোর্টধারী বাংলাদেশে প্রবেশ করেছেন। সবাইকে উপজেলা প্রশাসন হোটেলে কোয়ারেন্টিনের জন্য পাঠিয়ে দিচ্ছেন। তিনি আরো জানান ইমিগ্রেশনে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত থাকছেন। এস/এ