চলতি বছর ডিসেম্বরে কমলাপুর থেকে ভাঙা পর্যন্ত রেল চলবে: রেলমন্ত্রী

চলতি বছর ডিসেম্বরে কমলাপুর থেকে ভাঙা পর্যন্ত রেল চলবে: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর ডিসেম্বর মাসে কমলাপুর থেকে ভাঙা পর্যন্ত রেল চলবে বলে জানিয়েছেন নূরুল ইসলাম সুজন।

মঙ্গলবার রেল ভবনে গত বছরের ২২ নভেম্বর হতে ৫ ডিসেম্বর পর্যন্ত রেলমন্ত্রীর নুরুল ইসলাম সুজনের নেতৃত্বে আট সদস্য প্রতিনিধি দল যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ও ফ্রান্স সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পদ্মাসেতুর রেল সংযোগের কাজের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, অবশ্যই পদ্মাসেতুর রেল সংযোগের কাজের অগ্রগতি হয়েছে। পদ্মাসেতুতে সড়কের প্রাধান্য বেশি। আমরা টার্গেট নিয়েছি আগামী ডিসেম্বরের মধ্যে কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত রেল দিয়ে যেতে পারবো। পদ্মাসেতুর কাজ শেষ হওয়ার পরেই ছয় মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যেও চট্টগ্রামের রেল লাইনের কাজ শেষ করে রেল চালু করা হবে।

তিনি বলেন, রেল লাইনে পাশে যে সকল বস্তিবাসী আছে, যাদের ঘরবাড়ি নেই তাদের জন্য গৃহনির্মাণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর নির্মাণের পাশাপাশি তাদের কর্মসংস্থান ও বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছেন। রেলমন্ত্রনালয় যেকোনো প্রকল্প নেওয়ার আগে ক্ষতিগ্রস্তদের আগে পূর্ণবাসন আগে করে থাকে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতেই গরীব দু:খী মেহনতী মানুষের উন্নয়ন করে চলছে সরকার।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব তিনি আপনার সঙ্গে বিদেশে ভ্রমন করার পরেই অবসরে গিয়েছেন তার অভিজ্ঞতা কি কোনো কাজে লাগবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি যে অবসরে গিয়েছেন তা জানতাম না। সচিব মো. সেলিম রেজা তিনি আমাদের সচিব ছিলেন। যখন তাকে বিদেশে নিয়ে যাওয়া হয় তখন তো তিনি অবসরে যাননি। তিনি যেহেতু মন্ত্রণালয়ে ছিলেন সেক্ষেত্রে তার অভিজ্ঞতা আছে এবং কাজে লাগবে।

মহাপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি কতটুকু সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রেলমন্ত্রীর নুরুল ইসলাম সুজন বলেন, আমাদের প্রকল্পের অগ্রগতি অনেক হয়েছে। যেহেতু করোনায় কাজের সমস্যা হয়েছে তাই আরো এক বছর সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু আমাদের দেশেই না, বিশ্বের সকল দেশের কাজেই বাধাগ্রস্ত হয়েছে। সেই বিষয় গুলো মাথায় রেখেই কাজ করা হচ্ছে। আশা করি আমাদের যে সময় আছে সেই সময়ের মধ্যে কাজ হয়ে যাবে।

তিনি বলেন, ইউরোপে, যুক্তরাজ্য, জার্মানি, স্পেন ও ফ্রান্সে রয়েছে উন্নত ও আধুনিক রেল নেটওয়ার্ক ব্যবস্থা। সেখানে আমরা গিয়েছি বিভিন্ন কাজের পরামর্শ নিয়েছি। তাই সকল দেশের প্রযুক্তি ও কারিগরি জ্ঞানকে কাজে লাগিয়ে বাংলাদেশ রেলওয়ের প্রভূত উন্নতি সাধনে যথেষ্ট সুযোগ আছে। ইউরোপ ও রাশিয়া ভ্রমনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের দেশের রেল ব্যবস্থাপনায় পরিবর্তন আনা সম্ভব। একটি আধুনিক ও উন্নত রেল যোগাযোগ ব্যাবস্থা গড়ে তোলাতে আমাদের এ ভ্রমনের মূল লক্ষ্য ছিল।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে অচিরেই বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন আরো গতিশীল হবে। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা বাংলাদেশ রেলকে উন্নত বিশ্বের পর্যায়ে নিয়ে যেতে চাই।

এস/এ