ইসি গঠনে এই মুহূর্তে আইন করার সুযোগ নেই: আইনমন্ত্রী

ইসি গঠনে এই মুহূর্তে আইন করার সুযোগ নেই: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এই মুহূর্তে নির্বাচন কমিশন (ইসি) গঠনে নতুন করে আইন করার সুযোগ নেই। এটি এমন একটি আইন হওয়া উচিত, যেটি সর্বজন গ্রহনযোগ্য হতে হবে।

রোববার সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. আকবর আলী খান বলেছেন, ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ কোনো সুফল আনবে না। সরকার সিদ্ধান্ত নিয়ে আছে, যাকে বসানো হবে। তাকেই বসানো হবে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন। দেশে বাক স্বাধীনতা রয়েছে। তিনি তার অভিমত ব্যক্ত করেছেন। সংলাপ শেষ হলে বোঝা যাবে কতটুকু কার্যকর হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপির দেশের স্বার্থে সংলাপে আসা উচিত। তাদের এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। সেটি তাদের জন্য ও দেশের জন্য ভালো হবে।

খালেদা জিয়াকে বিদেশে পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, আমার বক্তব্য আমি দিয়েছি। ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন। এর বাইরে আর কিছু বলার নেই।

মামলার জট প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে মন্ত্রী বলেন, করোনাকালীন সময়ে ভার্চ্যুয়াল কোর্ট চলছে। ফলে এখন তেমন মামলার জট নেই। যেটি আছে, সেটি করোনার আগে যেমন ছিলো তেমন।

এস/এ