এমবিএবিডি’র উদ্যোগে রাজধানীতে শীত বস্তু বিতরণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অসহায়, দুস্ত,শীতার্ত ছিন্নমূল দারিদ্র্য মানুষের মাঝে শীতবস্ত্র ও পোশাক বিতরণ করেছে মার্চেন্টডাইজিং ব্রাদারহুড এসোসিয়েশন বাংলাদেশ(এমবিএবিডি)।
শনিবার নতুন বছর ২০২২ উপলক্ষে রাজধানীর মিরপুর কালশি ও কমলাপুর রেলওয়ে স্টেশন এবং টংগী এলাকায় এমবিএবিডি উদ্যোগে এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র ও পোশাক বিতরণ করা হয়।
বাংলাদেশের গার্মেন্টস/টেক্সটাইল সেক্টরে মার্চেন্টডাইজারদের জনপ্রিয় এই সংগঠনটি
অরাজনৈতিক ও অলাভজনক একটি প্রতিষ্ঠান।
মার্চেন্টডাইজিং ব্রাদারহুড এসোসিয়েশন বাংলাদেশ(এমবিএবিডি) এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সার্বিক তত্বাবধায়ক ছিলেন এমবিএবিডির ফাউন্ডার নিজাম উদ্দিন দিপু।
তিনি বলেন,মার্চেন্টডাইজিং ব্রাদারহুড দীর্ঘদিন যাবত বাংলাদেশের মার্চেন্টডাইজারদের ওয়েলফেয়ার নিয়ে কাজ করে যাচ্ছে। মারচেনডাইজিং ট্রেনিং মাধ্যমে দক্ষ্য করে তুলা,চাকরিহীনদের চাকরি দেওয়ার জন্য সুপারিশ করা হয়। বায়ার এবং সাপ্লায়ার সোর্সিং,ডেইলি মার্চেন্টডাইজিং প্রব্লেম ফাইনডিং এণ্ড সলুশনসহ বিভিন্ন কার্যক্রম করা হয়। এমবিএবিডি মার্চেন্টডাইজারদের ওয়েলফেয়ার নিয়ে কাজ করার পাশাপাশি চাকুরির রেফারেন্স,বিনামূল্যে ফ্রেশাদের মার্চেন্টডাইজারদের প্রশিক্ষণ প্রদান করা হয়। যাতে করে দক্ষ্য লোক হিসেবে তারা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করতে পারে।
নিজাম উদ্দিন দিপু বলেন, এসব পাশাপাশি আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে ছিন্নমূল মানুষদের সাহায্য করার চেষ্টা করেছি। ফুটপাতে থাকা অসহায় মানুষেরা শীতে যেন কষ্ট না করে সুন্দরভাবে বাচতে পারে সেজন্য আমাদের এই সামান্য প্রয়াস। আমি ধন্যবাদ দিতে চাই যারা আমাদের সঙ্গে জড়িত আছেন, বিশেষ করে যারা এখানে শ্রম দিয়েছেন,ডোনেট করে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন।
আহব্বায়ক ফায়েজ বলেন,যারা আমাদের মারচেনডাইজিং ব্রাদারহুড এসোসিয়েশন (এমবিএবিডি) শীতবস্ত্র বিতরণে ফ্যাক্টরি ও বায়িং হাউজ/ ট্রেড হাউজ শীতবস্ত্র দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ৷ আমরা এই ধরনের সামাজিক কার্যক্রমের পাশাপাশি সদ্য মারচেনডাইজিং/ ফ্রেশ গেরেজুয়েশন শেষ করা ছেলে-মেয়েদেরকে মারচেনডাইজিং ট্রেনিং দিয়ে দক্ষ্য করে তুলি। জবলেস মারচেনডাইজার ভাইদের পাশে থেকে সাধ্যমত চাকরির সুযোগ করে দেওয়ার চেষ্টা করি। এছাড়াও বাংলাদেশের মারচেনডাইজার ভাইদের সুখে দুঃখে পাশে আছি ভবিস্যৎে ও থাকবো।
যুগ্ন আহব্বায়ক আনিসুর রহমান বলেন,আমরা একতা বজায় রেখে অসহায় মানুষদের সঙ্গে নিয়ে পথ চলতে চাই এবং মাচেনডাইজারদের উন্নতির জন্য কাজ করতে চাই। মারচেনডাইজিং ব্রাদারহুড এসোসিয়েশন অব বাংলাদেশের সার্বিক উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এমবিএবিডির ফাউন্ডার সদস্য, শীতবস্ত্র বিতরন-২০২১ কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ফায়েজ রহমান, যুগ্ন আহবায়ক জনাব আনিসুর রহমান, সদস্য জাহিদ হাসান (অরকো), নুরে আলম বিপ্লব, মেহেদি হাসান, জনাব রিদয়, সোহেল রানা প্রমুখ।
এস/এ