খালেদার বিদেশে চিকিৎসার জন্য আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
নিজস্ব প্রতিবেদক : আইন মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোয় তার ভাইয়ের করা আবেদনটি আইনি ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যেহেতু এই ফাইলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাবে, তাই গোপনীয়তার জন্য, কি ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা বলা যাবে না।
তিনি বলেন, ৪০১ ধারায় ৬টি উপ ধারা রয়েছে। সেখানে দ্বিতীয় আার বিবেচনা করার কোনো সুযোগ নেই।
প্রধান বিচারপতি নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতি এখনো কোনো চিঠি পাঠাননি। তবে যেহেতু প্রধান বিচারপতির মেয়াদ শেষ ৩০ ডিসেম্বর। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
এস/এ