সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের ইন্তেকালে ন্যাপ’র শোক

সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের ইন্তেকালে ন্যাপ’র শোক

নিজস্ব প্রতিবেদক: প্রখ্যাত সাংবাদিক, ফিনান্সিয়াল হেরাল্ড সম্পাদক, অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

শনিবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, বরেণ্য সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে দেশ একজন প্রকৃত দেশপ্রেমিক ও মেধাবী সাংবাদিককে হারালো।

তারা বলেন, একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে দেশপ্রেমিক সাংবাদিকতায় যে শূণ্যতা সৃষ্টি হলো তা পূরনে বহু সময় প্রয়োজন হতে পারে।

এস/এ