ট্রাব বিজয়ের সূবর্ণজয়ন্তী সম্মাননায় রফিকুল আলম

ট্রাব বিজয়ের সূবর্ণজয়ন্তী সম্মাননায় রফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক : টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব-এর উদ্যোগে আগামী ২৯ ডিসেম্বর ঢাকার মিরপুরের প্রিয়াঙ্কা শুটিং জোনে বরেণ্য সংগীত রফিকুল আলম ট্রাব বিজয়ের সুবর্ণজয়ন্তী সম্মাননায় ভূষিত করা হবে।

মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিদায় লগ্নটিকে উত্সবমুখর করার প্রয়াসে দিনব্যাপী আলোচনা, বনভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদেরকে এই সম্মাননা প্রদান করা কবে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি থাকবেন অধ্যক্ষ বেগম রওশন আরা মান্নান এমপি। দেশের বরেন্য একজন সংগীতশিল্পী রফিকুল আলম।

তিনি ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এর শিল্পী ছিলেন । তিনি প্লেব্যাক গায়ক চলচ্চিত্রের জন্য ৩০০ এর অধিক প্লেব্যাক গান করেছেন।

১৯৭৫ সালে ১৫ আগস্ট পর বিভিন্নভাবে তৎকালীন সরকার দ্বারা নির্যাতিত হয়েছেন। ২ বার বদলি করা হয়েছিল। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কুমকুম ,সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধা খ্যাতিমান অভিনেত্রী সারাহ বেগম কবরী, নেতৃত্বে নিরবে পর্দার অন্তরাল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সারাহ বেগম কবরী নির্দেশে কাজ করেছে। বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির কার্যকারী সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির সদস্য দায়িত্ব পালন করছেন। রফিকুল আলম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ২৯টি গান গেয়েছেন ।

তিনি দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস পুরস্কার,বিসিআরএ অ্যাওয়ার্ডসহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন।
উল্লেখ্য, দেশের টেলিভিশন চ্যানেল ও জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক পত্রিকার বিনোদন সাংবাদিকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) গত ২৭ বছর ধরে ট্রাব অ্যাওয়ার্ড প্রদান, প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সাংবাদিকদের প্রশিক্ষণ, বিভিন্ন জাতীয় দিবস পালনসহ নানা কর্মসূচি পালন করে আসছে।

এস/এ