বিদেশে বসে এনআইডি পাবেন প্রবাসীরা

বিদেশে বসে এনআইডি পাবেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক: প্রবাসীরা যাতে বিদেশে বসে জাতীয় পরিচয় পত্র পান আমরা তার ব্যবস্থা করছি । এজন্য একটি প্রজেক্ট হাতে নেয়া হয়েছে ‌। ইতোমধ্যে দুটি দেশে সেটি চালু করা হয়েছিল করোনার কারণে থেমে গেছে।

শনিবার দুপুরে আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথির বক্তব্যে পরাষ্ট্রমন্ত্রী ডঃ একে আব্দুল মোমেন এসব কথা জানান।

মন্ত্রী আরো বলেন, আপনারা জানেন ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে। ই-ভিসা সার্ভিসও চালু হবে। এই প্রজেক্ট আমাদের হাতে আছে। যারা প্রবাসে থাকেন দেশে আসলেই কোনো কাজের জন্য তাদের এনআইডি প্রয়োজন হয় ‌। প্রবাসীরা যদি বিদেশে বসে পাসপোর্ট পায় তবে কেন এনআইডি পাবে না? আমরা এই প্রজেক্ট চালু করছি। শিগ্রই প্রবাসীরা বিদেশে বসে এনআইডি সুবিধা পাবেন। এ ব্যাপারে আমরা আরো জোরালো উদ্যোগ নিতে চাই যাতে প্রবাসীরা ঘরে বসে তাদের এনআইডি পান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিমান ভাড়া বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য রুটে ৪০ থেকে ১ লাখ করা হয়েছে। কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ‌‌। এ ব্যাপারে আমি প্রবাসী মন্ত্রীকে বলেছি ‌। প্রধানমন্ত্রীকে বলেছি বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে বিষয়টি সমাধান করার জন্য ‌‌।

মন্ত্রী আরো বলেন, প্রবাসীদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি প্যাকেজ চালু করা হয়েছে। এ জন্য যারা পাসপোর্ট নবায়ন করতে চান, জাতীয় পরিচয় পত্র নিতে চান এ কাজের জন্য দূতাবাসে আসতে হবে না। ঘরে বসে নিজের মোবাইল থেকে অ্যাপসের মাধ্যমে তাদের তথ্য পাঠাবেন তারা সেখানে বসেই সেবা পাবেন। এক্সট্রা আমরা চালু করেছি তবে এখনো সব দেশে চালু করা সম্ভব হয়নি। তার ফলে প্রবাসীদের সেবার গুণগত মান আরো বৃদ্ধি পাবে ‌‌। যারা সেলফোন ব্যবহার করতে পারেন তারা খুব সহজেই সেবাটা পাবে পাবেন ‌‌‌।

পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন, প্রতিবছর ৩০ ডিসেম্বর যেন প্রবাসী দিবস পালন করা হয় সে জন্য প্রধানমন্ত্রীকে বলেছি।
প্রবাসী মন্ত্রী ইমরান আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএমইটির ডিজি শহিদুল আলম, প্রবাসী মন্ত্রণালয় সচিব ডঃ আহমেদ মুনীর সালেহীন ছাড়াও বিভিন্ন জন বক্তব্য রাখেন।

এস/এ