সুবর্ণ জয়ন্তী

সুবর্ণ জয়ন্তী

হাওলাদার বেলাল

বিজয়ের পঞ্চাশ পূর্ণ
সুবর্ণ জয়ন্তী থাকি হাসি খুশি
গাই বিজয়ের গান মিলে মিশে আজ।

প্রকৃতি আজ সাজে আপন সাজ
ঢেউয়ের ফণা খেলছে বিজয়ের খেলা,
বসেছে আজ পানকৌড়ির মেলা।

আমি বাঙালি বাংলা আমার ভাষা
ফসল ফলাই মাঠে মনে রেখে আশা;
এ বিজয় যেন থাকে যুগে যুগে।

তাঁতি আর মুচি
নাপিত আর ধোপা
কুলি মজুর মিলে
সবাই বলি আজ
জয় বাংলা বাংলার জয়!

কতো মনে আশা বিজয়ের এই দিনে
সবাই মিলে মিশে
স্মরণ করি তাদের যাদের ত্যাগের বিনিময়ে
এসে ছিলো বিজয়।

সুফলা সুজলা শষ্য শ্যামল ঘোরা
আপরুপ পাখির ডাক
এ যেন এক গৌরবের বাংলা।

মিলে মিশে আজ
সেজে বিজয়ের সাজ
পণ করি এক সাথে
এ বিজয়ের সন্মান
রাখবো অক্ষুণ্ণ যতো দিন দেহে আছে প্রাণ।

দ্বন্ধ বিদ্বেষ ভুলে
সবাই মিলে মিশে
পালন করি আজ বিজয় উৎসব।

পাহাড় সাগর নদী
বটের শীতল ছায়া
গাই বিজয়ের গান
গাঁথি বিজয়ের মালা।

আমরা বাঙালি সবাই ভাই ভাই
কালো আর ধলো এক হয়ে আজ
পালন করি চলো বিজয় উৎসব!

এস/এ