সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের শপথ গ্রহণ
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী’র মাহেন্দ্রক্ষণকে উপলক্ষ্য করে নতুন প্রজন্মসহ দেশবাসীকে জাতির পিতার আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার মহতী প্রয়াসে আজ বিকাল ৪:৩০ টায় বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা হতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ পরিচালনা করেন।
সরাসরি সম্প্রচারের (লাইভ টেলিকাস্ট) মাধ্যমে এতে যুক্ত হয়ে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ার প্রত্যয়ে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ হতে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একাত্ম হয়ে শপথ গ্রহণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর-সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তারা দৃপ্তকণ্ঠে উচ্চারণ করেন, “শহিদের রক্ত বৃথা যেতে দেব না-দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব।”
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি’র নির্দেশনায় সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ গ্রহণ অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঢাকায় অবস্থিত সকল দপ্তর-সংস্থার প্রায় শতভাগ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এরপর তারা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা হতে সরাসরি সম্প্রচারিত ‘মহাবিজয়ের মহানায়ক’ শীর্ষক অনুষ্ঠানমালা উপভোগ করেন।
উল্লেখ্য, শপথ গ্রহণ অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি সরাসরি সংসদের দক্ষিণ প্লাজা হতে অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানমালা উপভোগ করেন।
এস/এ