উদ্ধার ও অনুসন্ধানে প্রধানমন্ত্রী ২ হাজার ২৭৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন

উদ্ধার ও অনুসন্ধানে প্রধানমন্ত্রী ২ হাজার ২৭৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক: দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, দূর্যোগকালীন সময়ে উদ্ধার ও অনুসন্ধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ হাজার ২৭৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

বুধবার দুপুরে সচিবালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতিসংঘ জনসেবা পদক ২০২১ অর্জন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ইতোমধ্যে ১৫০ কোটি টাকা পেয়েছি। উচ্চতা সম্পন্ন ৬৫ মিটার ১১টি লেডার ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে সিপিপির সক্ষমতা বাড়ানোর জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, গত কোভিড-১৯ এর সময় আমাদের মন্ত্রণালয় ১ কোটি ২৫ লাখ পরিবারকে সারাবছর খাদ্য সহায়তা দিয়েছি। এছাড়াও আমরা ৩৩৩ নাম্বারের মাধ্যমে ২২লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ঈদে ভিজিএফ কার্ডের মাধ্যমে ১ কোটি ৬ লাখ পরিবারকে সহায়তা করেছি। প্রধানমন্ত্রী আড়াই হাজার কোটি টাকা উপহার দিয়েছেন।

তিনি বলেন, দূর্যোগ মন্ত্রণালয় আগামীতে তৃনমুল পর্যায়ে কাজের গতি বাড়ানোয় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে প্রত্যন্ত এলাকা ওয়ার্ড পর্যায়ে কমিটি করে দেওয়া হয়েছে। তাদের কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা গৃহহীন ও ভুমিহীন প্রকল্পে সহায়তা করেছি।

এস/এ