র্যাব কর্মকর্তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিচ্ছিন্ন ঘটনা: তথ্যমন্ত্রী

র্যাব কর্মকর্তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিচ্ছিন্ন ঘটনা: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ৭ র্যাব কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এতে দুই দেশের মধ্যে কোনো প্রভাব পড়বে না।

তিনি বলেন, দেশের কিছু এনজিও রয়েছে, তারা বিভিন্ন সময় ষড়যন্ত্র করছে। তারা দেশের বিভিন্ন তথ্য উপাত্ত রয়েছে, সেগুলো পাচার করে। এসব কারণে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলেও মনে করেন তথ্যমন্ত্রী।

রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষ্যে তথ্য অধিদপ্তরের বিশেষ প্রকাশনা ‘মা ও শিশু’ গ্রহন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধু প্রতিম রাষ্ট্র। তারা সাবেক র্যাব কর্মকর্তা এখন পুলিশ প্রধান, তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে। এটা অগ্রহনযোগ্য। সরকার তাদের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে। আশা করি তারা আমাদের সেন্টিমেন্ট বুঝবে। এতে কূটনৈতিক সম্পর্ক লঙ্ঘিত হয়েছে। তাদের দেশেও মানবাধিকার লঙ্ঘিত হয়। সেগুলো নিয়ে বহু দেশে প্রতিবাদ হয়েছে। এক কৃষ্ণাঙ্গকে গলায় পা দিয়ে মেরে ফেলা হয়েছে। তাতে কি মানবাধিকার লঙ্ঘিত হয় না।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন।

এস/এ