ডা. মুরাদ হাসানের কিছু বক্তব্য সরকার ও দলকেও বিতর্কিত করেছে

ডা. মুরাদ হাসানের কিছু বক্তব্য সরকার ও দলকেও বিতর্কিত করেছে

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এর কিছু বক্তব্য সরকারও দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে ডাক্তার মুরাদ হাসান পদত্যাগ পত্র মন্ত্রপরিষদ বিভাগে পাঠিয়েছেন।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। তার পদ থাকবে কি থাকবে না সেটি ব জেলা কমিটি সিদ্ধান্ত নেবে। যেহেতু তিনি জনগণের ভোটে এমপি, তাই সেটি জটিল বিষয়।

তিনি বলেন, গত তিন মাস ধরে লক্ষ্য করছি, তার মধ্যে কিছু পরিবর্তন দেখা দিয়েছে। তবে তিনি যেসব কথা বলেছেন, তা দলের সঙ্গে আলোচনা করে দেননি। আমি তার সুস্থতা কামনা করছি।
এস/এ