খালেদা জিয়াকে বিদেশ পাঠানো রাজনৈতিক দুর্ভিসন্ধি: তথ্যমন্ত্রী

খালেদা জিয়াকে বিদেশ পাঠানো রাজনৈতিক দুর্ভিসন্ধি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর তৎপরতা রাজনৈতিক দুর্ভিসন্ধি। তারা লন্ডন, যুক্তরাষ্ট্র ও জার্মানিতে তাকে চিকিৎসার জন্য পাঠাতে চায়। কারণ সেখানে গিয়ে ষড়যন্ত্রের রাজনীতি করতে পারবেন।

রোববার সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আইনমন্ত্রী আইনি জটিলতা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। একজন শাস্তিপ্রাপ্ত আসামিকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর কোনো সুযোগ নেই। তাকে তো মানবিকতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়েছেন। কিন্তু বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মানবিকতা দেখানো হয়েছে তার জন্য তারা সরকারের প্রশংসা না করে বিষোদগার করছে। বিএনপির রাজনীতি খালেদা জিয়ার স্বাস্থ্য ও শাস্তি নিয়ে। তাদের যে সমস্ত দাবি তা মাঠ গরম করার।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, ফকরুল সাহেব বলেছেন খালেদা জিয়া না থাকলে নাকি আমি থাকবেনা। কিন্তু বিএনপি’র জন্মের আগেই আওয়ামী লীগের জন্ম।

কুয়েটের শিক্ষকের মৃত্যু প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, তার মৃত্যু কি হার্টঅ্যাটাক বা স্ট্রোক হয়েছে, তার কারণ জানা যায়নি। এটি তদন্ত চলছে। তদন্তের পর বলা যাবে। তারপরেও ইতোমধ্যে কয়েকজন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়ার পর্যন্ত কাউকে দোষারোপ করলে প্রশ্ন থেকে যায়।

ছাত্রদের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ছাত্রদের আন্দোলনে সরকারের সহানুভূতি রয়েছে। ইতোমধ্যে ছাত্রদের দাবির প্রেক্ষিতে হাফ ভাড়া মেনে নেওয়ার হয়েছে। নিরাপদ সড়ক আমরাও চাই। কিন্তু দেখলাম মধ্য বয়সী এক নারী ছাত্রীদের ড্রেস পড়ে তাদের সঙ্গে রাস্তায় দাড়িয়েছেন। তাছাড়া রাস্তা ঘাট আটকিয়ে আন্দোলন কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন থেকে যায়। তাদের আন্দোলনকে রাজনীতি হিসেবে ব্যবহার না করে সেদিকে সতর্ক থাকতে হবে।

এস/এ