কোটালীপাড়ায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি, সমীর রায়: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আসন্ন ইউনিয়ন নির্বাচনে দলীয় পার্থী মনোনয়নকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস এর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগ।
রবিবার (৫ ডিসেম্বর ) সকাল ১১ টার সময় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান তাজ বুলবুল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দৈনিক সমকাল পত্রিকায় কলাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নের জন্য দুই জন জনপ্রিয় ব্যাক্তিকে বাদ দিয়ে কেন্দ্রে নাম পাঠানো হয়েছে যা মিথ্যা ও বানোয়াট।
আমরা উপজেলা আওয়ামীলীগ ও জেলা আওয়ামিলীগ সমন্বয়ে প্রতিটি ইউনিয়নে যারাই মনোনয়ন ফরম জমা দিয়েছেন সবার নাম বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার নিকট পাঠিয়েছি।তিনি যাকে যোগ্য মনে করেছেন তাঁকেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। তাঁর মনোনীত প্রার্থীই আমাদের নৌকা প্রতীকের পক্ষে কোটালিপাড়া উপজেলা আওয়ামিলীগ এক যোগে কাজ করে যাচ্ছে।দৈনিক সমকাল পত্রিকায় মিথ্যা ও ভিওিহীন সংবাদটি প্রকাশিত হয়েছে আমরা কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেক তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন,গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।
এ-সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এস এম হুমায়ন কবির, মুজিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম হাজরা, কামাল হোসেন শেখ, আমিননুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাফেজা বেগমসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা বর্গ উপস্থিত ছিলেন।
এস/এ