পরিবেশ রক্ষায় ইটিপি প্লান্ট বসানোর দাবিতে ফোজিত শেখ বাবুর আলোকচিত্র প্রদর্শনী “সেভ দ্য আর্থ”

পরিবেশ রক্ষায় ইটিপি প্লান্ট বসানোর দাবিতে ফোজিত শেখ বাবুর আলোকচিত্র প্রদর্শনী “সেভ দ্য আর্থ”

নিজস্ব প্রতিবেদক : ‘পানির অপর নাম জীবন’ অথচ বিশুদ্ধ পানির অভাব আজ সারা বিশ্বে। সুজলা-সুফলা শস্য শ্যামল প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ চরম পরিবেশ বিপর্যয়ের শিকার।এমন ভয়ঙ্কর অবস্হা থেকে আমাদের পরিত্রাণের উপায় খুঁজে বের করার প্রত্যয় নিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবুর ক্যামেরাবন্দি আলোকচিত্রগুলো নিয়ে শুরু হলো ০৩ দিনব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী।

দূষিত পানি উৎপাদনকারী সকল কারখানাতেই ইটিপি ব্যবহার করা বাধ্যতামূলক থাকলেও তা মানছেনা অনেকেই।
তাই পরিবেশ রক্ষায়, নানা রকম প্রচারণার অংশ হিসেবে “সেন্টার ফর ডেভেলপিং ম্যানেজমেন্ট এক্সিলেন্স”র (সিডিএমই) পৃষ্ঠপোষকতায় ০২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ০৩ ঘটিকায় পটুয়াখালী জেলার সাগরকন্যা খ্যাত সমুদ্র সৈকত কুয়াকাটার ‘হোটেল গ্রেভার ইন ’ এ “সেভ দ্য আর্থ” প্রতিপাদ্যে আলোকচিত্র প্রদর্শনীর আলোচনা সভা শেষে কোমলমতি শিশু ও অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট লেখক ও সাহিত্যিক এস এ এম শওকত হোসেন
সময়োপযোগী এধরণের প্রদর্শনীর বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনাসহ বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু বলেন, বন্যা, জলচ্ছ্বাস, অগ্নিউৎপাত, বরফগলা, বজ্রপাত, ধূলিঝড়সহ সকল প্রাকৃতিক দুর্যোগ হতে রক্ষা পেতে বিশ্ববাসীকে পরিবেশ বাঁচাতে বিশেষ সতর্ক থাকতে হবে। নইলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারবো না।

শেখ মোঘলজান রহমান মিঠুর,
মাজিম এগ্রো ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এর সভাপতিত্বে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক এস এ এম শওকত হোসেন । বিশেষ অতিথি ছিলেন:- উদীচীর প্রতিষ্ঠাতা কনভেনার কামরুল আহসান খান, , মাজিম এগ্রো ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সেলিনা সুরভী, শাহিদা ইসলাম লেখক, কন্ঠ শিল্পী তারেক সৈয়দ ও কন্ঠ শিল্পী মন্জু সহ আরো অনেকে।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন- মো. শাহরিয়ার নাজিম ও মো. ওয়াসিম খানসহ আরো অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে ও আলোকচিত্র প্রদর্শনীটি উপভোগ করার জন্যে প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ খলিলুর রহমান ও রতন কুমার দাস এর নেতৃত্বে অসংখ্য স্কুলের কমল মতি শিক্ষার্থীরাসহ বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। তিনদিন-ব্যাপী আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে সকাল ১০টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত।

এস/এ