স্বাধীনতা সুবর্ন জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে আইন শৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীনতা সুবর্ন জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে আইন শৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, স্বাধীনতা সুবর্ন জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে আইন শৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে ১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপনে উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জনপ্রশাসন ও গোয়েন্দা সংস্থার আমরা বৈঠক করেছি। যাতে বিদেশি অতিথিরা আসবেন, তাদের নিরাপত্তার বিষয়টি রয়েছে। ট্রাফিক ব্যবস্থা কি হবে এসব নিয়ে আলোচনা হয়েছে। সব কিছু মিলিয়ে নিরাপদে যাতে অনুষ্ঠান হয়, সেই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

মুজিবুর জন্ম শতবর্ষ উদযাপনে পরিষদের প্রধান সমন্বয়ক কামাল আবু নাসের বলেন, অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতিসহ অনেক অতিথি আসবেন। এবার “মহা বিজয়ের মহা নায়ক ” প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠান সাজানো হয়েছে। ১৬ ও ১৭ ডিসেম্বর দুই দিন ব্যাপি অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে অবশ্যই কোভিড টেস্ট করে নেগেটিভ সনদ নিয়ে ঢুকতে হবে।

এস/এ