ছাত্রদের আন্দোলনে কালিমা লেপন করার চেষ্টা করছে একটি মহল: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ছাত্রদের আন্দোলনের ওপর ভর ও তাদের কালিমা লেপন করে একটি মহল দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ।
বুধবার সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রাজধানীর রামপুরায় গত পরশুদিন বাসের চাকায় পিষ্ঠ হয়ে এক ছাত্র নিহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক উল্লেখ করে ড.হাছান মাহমুদ বলেন , ঘটনার ১২ মিনিট পরেই কিভাবে নিরাপদ সড়ক চাই তারা ঘটনাটি লাইফ করলো এবং ১৫ মিনিট পরে টেলিগ্রাফ জামাতের টেলিভিশন ঘটনা প্রচার করছে। নিরাপদ সড়ক চাই এবং বাঁশেরকেল্লার এডমিন কিভাবে এতো স্বল্প সময়ে পৌঁছে ঘটনাটি লাইভ করলো? ঘটনার পরপরই ১২- ১৫টি বাসে আগুন দেওয়া হয়। এই কাজগুলো তো ছাত্ররা করেনি কারণ তারা তো রাতে ছিল না। যারা ঘটনাটি লাইভ করেছে তারা কি আগে থেকেই এই বিষয়ে জানতো? ঘটনার ১৫ মিনিটের মধ্যে লোকজন জোগাড় করে বাসে আগুন দিলো নিশ্চয়ই তারা আগে থেকে প্রস্তুত ছিল। ছাত্রদের আন্দোলনের ওপর ভর করে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে এঘটনা থেকেই স্পষ্ট। ছাত্ররা অনেকদিন ধরে আন্দোলন করছে তারা কোন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেনি একটি মহল এ ঘটনাকে পুঁজি করে ছাত্রদের গায়ে কালিমা লেপন করার চেষ্টা করছে। দুষ্কৃতকারীরাই গাড়িতে আগুন দিয়েছে।
রামপুরার ঘটনাটি কি পরিকল্পিত নাকি দুর্ঘটনা সেই প্রশ্ন থেকেই যায়।
তিনি বলেন,যারা অতীতে ছাত্রদের আন্দোলনের উপর ভর করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে তারা এগুলো ঘটিয়েছে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
সরকার ছাত্রদের আন্দোলনের প্রতি সহানুভূতিশীল। কিন্তু একটি মহল ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে তাদের উপর কালিমা লেপন করার চেষ্টা করছে।
তিনি বলেন, রামপুরার দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। ইতিমধ্যে মামলা হয়েছে। যেভাবে রাজধানীতে হাফ ভাড়া কার্যকর করেছে বেসরকারি বাস মালিক সমিতি একইভাবে চট্টগ্রামসহ ঢাকার বাহিরে হাফ ভাড়ার বিষয়ে তারা সিদ্ধান্ত নিবে বলেও আমি ব্যক্তিগতভাবে আশা করি।
আওয়ামী লীগের এই যুগ্মসাধারণ সম্পাদক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,সারাদেশে ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বেশি বিজয়ী হয়েছে। এ নির্বাচনে কৌশলে বিএনপি স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচন করছে এবং সেখানে তাদের সাফল্য নেই বললেই চলে। আওয়ামী লীগ একটি বড় দল তাই নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে কিছু ঘটনা ঘটতে পারে।
তিনি বলেন,বিএনপি’র নেতা-কর্মীরা খালদা জিয়ার চিকিৎসার চেয়ে তার স্বাস্থ্য নিয়ে বেশি রাজনীতি করছে। খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসা করানোর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য যুক্ত আছে। বিএনপি নেতা ও ডাক্তাররা যে খালেদা জিয়ার বিষয়ে কথা বলেছেন এটাও রাজনৈতিক উদ্দেশ্য। খালেদা জিয়ার স্বাস্থ্য রক্ষা করা উদ্দেশ্য নয় তার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করা হচ্ছে বিএনপি’র উদ্দেশ্য।
এস/এ