স্বাধীনতার ৫০ বছরে যোগ্য স্বাস্থ্যমন্ত্রী পায়নি দেশের জনগণ: বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি

স্বাধীনতার ৫০ বছরে যোগ্য স্বাস্থ্যমন্ত্রী পায়নি দেশের জনগণ: বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি

শুক্রবার ঢাকায় বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে স্বাস্থ্য সেবা নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি দৈনিক স্বদেশ বিচিত্রা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দৈনিক স্বদেশ বিচিত্রার প্রকাশক ও সম্পাদক এবং
বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির উপদেষ্টা কবি অশোক ধর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনতন্ত্রী পার্টি সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি প্রতিষ্ঠাতা ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত খবর হেড অফ নিউজ মহসীন আহমেদ স্বপন,দৈনিক আমার বার্তা নিউজ এডিটর সৈয়দ রেফাত সিদ্দিকী,ইমারত নির্মাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক‌।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি সারাদেশে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি এবং সকল ডাক্তারদের সমন্বয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করার চেষ্টা করছে। আগামীতে পর্যায়ক্রমে বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির উদ্যোগে হাসপাতাল নির্মাণ করতে পারেন।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের জনগণ যোগ্য স্বাস্থ্যমন্ত্রী পায়নি। স্বাস্থ্য খাতের বেহাল দশার ফলে সাধারণ জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত। স্বাস্থ্য খাতের দুর্নীতিকে কমিয়ে আনতে পারলে দেশের জনগণ সঠিক সেবা পাবে।

মহসিন আহমেদ স্বপন তার বক্তব্যে বলেন, আমরা পেশায় একজন গণমাধ্যমকর্মী তবে রাজনীতিবিদরা যা বলেন আমরা তা গণমাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। রাজনীতিবিদরা চাইলে বাংলাদেশকে আরো বেশি সুন্দর করতে পারেন। আমরা চাই স্বাস্থ্যখাতের ব্যবস্থাপনা।

রিফাত সিদ্দিকী তার বক্তব্যে বলেন, সঠিক চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। স্বাস্থ্য ব্যবস্থা এখন ভঙ্গুর অবস্থা বিরাজ করছে। রাজনীতিবিদরা দেশে এখন চিকিৎসা গ্রহণ করেন না। প্রত্যেক রাজনীতিবিদকে দেশে চিকিৎসা নিতে বাধ্য করলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে।

অনুষ্ঠানের সভাপতি কবি অশোক ধর বলেন, দৈনিক স্বদেশ বিচিত্রা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় একদিকে যেমন তথ্য অধিকার নিশ্চিত এ কাজ করছে তেমনি মানবকল্যাণের সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সাথে সমন্বয়ের চেষ্টা করছে। বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি মানুষের জন্য কাজ করছে।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গনতন্ত্রী পার্টি ঢাকা মহানগর’র সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সেলিম, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কো.চেয়ারম্যান উওম কুমার চক্রবর্তী, দৈনিক স্বদেশ বিচিত্রা সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির টুটুল, বাংলাদেশ রোগী কল্যান সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য,সাইফুল ইসলাম চৌধুরী,আজিজুর রহমান আজিজ দপ্তর সম্পাদক ইনসাফ, সাইফুল ইসলাম ইসলাম খোকন যুগ্ম সম্পাদক ইনসাফ, নজরুল ইসলাম সহকারী সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রা, সুমন কান্তি রায় সদস্য সচিব গনতন্ত্রী পার্টি খিলগাঁও থানা,খবীর আহমদ সেন্টু সিনিয়র সাংবাদিক দৈনিক স্বদেশ বিচিত্রা, ডা.এম এ গনি সভাপতি ঢাকা মহানগরের গনতন্ত্রী পার্টি সহ রোগী কল্যাণ সোসাইটির সদস্য বৃন্দ।

এস/এ