১৯৭১ সালে পাকিস্তানের যুদ্ধাপরাধঃ ইউরোপীয় বাংলাদেশ ফোরাম নেদারল্যান্ডসে সম্মেলন আয়োজন করবে

১৯৭১ সালে পাকিস্তানের যুদ্ধাপরাধঃ ইউরোপীয় বাংলাদেশ ফোরাম নেদারল্যান্ডসে সম্মেলন আয়োজন করবে

নিজস্ব প্রতিবেদক : দ্য হেগ, নেদারল্যান্ডসঃ ইউরোপীয় বাংলাদেশিদের সংগঠন ইউরোপীয় বাংলাদেশ ফোরাম পাকিস্তান কর্তৃক ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার শিকারদের স্মরণে ৩০ নভেম্বর নেদারল্যান্ডসে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।

সম্মেলনটি ডেন হাগের (সংসদ ভবনের সাথে সংযুক্ত) আন্তর্জাতিক মিডিয়া কেন্দ্র নিউস্পোর্টে অনুষ্ঠিত হবে। চলবে ১২ টা থেকে ৫ টা পর্যন্ত।

যুক্তরাজ্য, হংকং, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফিনল্যান্ড এবং বাংলাদেশ থেকে ‘গণহত্যা’ ইস্যুতে কাজ করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেবেন। খবর এএনআই।

এছাড়া আফগান, সিন্ধু, বেলুচ ও পশতুনসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর বক্তাদের অনুষ্ঠানে বক্তৃতা করার কথা রয়েছে। নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহও অনুষ্ঠানে যোগ দেবেন বলে খবরে বলা হয়েছে।

সম্মেলনটি পাকিস্তানি সামরিক বাহিনী এবং তাদের সহযোগীদের দ্বারা বাংলাদেশে গণহত্যার উপর নির্মিত ‘ওয়ার ক্রাইমস ১৯৭১’ (১৯৭১ সালের গণহত্যা) শীর্ষক ১০ মিনিটের একটি ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনের মাধ্যমে শুরু হবে। যা বিংশ শতাব্দীতে বিশ্ববাসীর প্রত্যক্ষ করা সবচেয়ে জঘন্য গণহত্যার একটি হিসাবে বিবেচিত হয়। প্রতিবেদন এএনআই এর।

এস/এ