রাত পোহালো

রাত পোহালো

শিখা রানী বিশ্বাস

নির্লজ্জ পাহারায় রাত কাটিয়েছে প্রিয়া
অন্ধকারের নেশায় হাতড়ে মরেছে বেহায়া গভীরতা
নিশি যাপনে প্রিয়ার ঠোঁটে চিবুক রেখে হতাশাকে আকড়ে বেঁচে আছে,

অমোঘ ঘোর অন্ধকার তার লাজুক ছোয়ায় নিরঙ্কুশ অস্থিরতাকে কাটিয়ে নিশিযাপন করেছে।

নিশি যাপন কালে কখন জানি প্রিয়া তাঁর বুকে বাঁলিশ চেপে কবিতাকে সাথী করে ঘুমিয়ে পড়েছে।

আর প্রিয়ার ঘুমের মধ্যে নিজের হৃদয়ের রক্তক্ষরনে অস্ফুট বোবা কান্নারা ঢুকরে ঢুকরে বেঁজে উঠেছে
তবু্ও প্রিয়ার উষ্ণ আলতো ছোঁয়া তার হৃদয়ে লাগেনি
অথচ সে তাকিয়ে দেখলো তার রাত পোহায়ে ভোর হয়ে এলো।

এস/এ