খালেদা জিয়া গায়ের তাপমাত্রা বাড়লে বিদেশে নিতে চায় কেন প্রশ্ন তথ্যমন্ত্রীর

খালেদা জিয়া গায়ের তাপমাত্রা বাড়লে বিদেশে নিতে চায় কেন প্রশ্ন তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে তাদের নেতারা রাজনীতি করছেন। সরকার খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা দিতে বদ্ধ পরিকর। কিন্তু তিনি সামান্য অসুস্থ হলেও তাকে বিদেশে নিতে চায়। এর কারণ তারেক জিয়ার কাছে লন্ডনে নিয়ে যেতে চায়। তারেক জিয়া ফেরারি আসামি হয়েও অনলাইন বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন।

বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে ঢাকাস্থ চট্টগ্রাম জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার জীবন সঙ্কটাপন্ন কে বলেছেন। বলেছেন মির্জা ফখরুল ইসলামসহ বিএনপি নেতারা। কোনো বিশেষজ্ঞ ডাক্তার তো বলেননি। এমনকি এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের কেউ বলেনি। তাই বিএনপি নেতাদের কথায় তো সরকার চলে না। তারা কিছু হলেও খালেদা জিয়াকে বিদেশে নিতে চায়। এর একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। খালেদা জিয়া খুব অসুস্থ হলে দেশের সর্বোচ্চ চিকিৎসকদের দিয়ে মেডিকেল বোর্ড গঠন করা যেতে পারে।

মন্ত্রী বলেন, বিএনপি নেতারা খালেদাকে বিদেশ পাঠানোর জন্য সভা সমাবেশ করছেন। এটা হলো তারেক জিয়াকে দেখানো। কারণ পদ পদবী তো রাখতে হবে। এটা রাজনীতি করার জন্য প্রমান।

হাতি মারা প্রসঙ্গে তিনি বলেন, আমি একজন পরিবেশ বিজ্ঞানের ছাত্র হিসেবে বলবো। হাতি মারা অপরাধ। এ বিষয় একটি জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। কারণ পৃথিবী শুধু মানুষের জন্য নয়। আল্লাহর সৃষ্টি সব কিছুর জন্য।

এসময় ঢাকাস্থ চট্টগ্রাম জার্নালিস্ট ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।

এস/এ