অসুস্থ খালেদাকে বিদেশ পাঠানোয় চিঠি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবো: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর আবেদ জানিয়ে একটি চিঠি দিয়েছেন ২০ দলীয় জোটের নেতারা। তারা রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করেন। এসময় স্বারাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেন। এরই প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০ দলীয় জোটের অন্যতম নেতা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ সৈয়দ ইব্রাহীম বীর প্রতীকের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল এসেছিলেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি আবেদন করেছেন। আবেদনটি আমরা রেখেছি। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এটি প্রধানমন্ত্রীর কাছে পৌছে দেবো।
তিনি বলেন, তারা বলেছেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি জীবনের শেষ প্রান্তে। এ অবস্থায় তার উন্নত চিকিৎসা প্রয়োজন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতায় তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন। তাই আইন-কানুন না দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠিয়ে প্রধানমন্ত্রী একটি ঐতিহাসিক উদাহরণ সৃষ্টি করবেন।
বিদেশ থেকে চিকিৎসক এনে দেশে খালেদা জিয়ার চিকিৎসা হতে পারে আইনমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনমন্ত্রী যেটি বলেছেন, সেটি হতে পারে। এর আগেও খালেদা জিয়ার ছোট ভাই শামিম ইস্কান্দার তার বিদেশে চিকিৎসার জন্য একটি আবেদন করেছিলেন। ওই আবেদনের প্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক ইতোমধ্যে ব্যাখ্যা দিয়েছেন। তারপরেও ২০ দলের নেতারা এসেছেন, তাদের বক্তব্য শুনেছি। একই সঙ্গে এভারকেয়ার হাসপাতালের একজন চিকিৎসক বলেছেন, বিদেশের চিকিৎসক দেশে এনে তার চিকিৎসা করলে একই হবে।
তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিভিন্ন কর্মসূচির করতেই পারে। কিন্তু কর্মসূচির নামে কোনো সহিংসতা বা যানমালের কোনো ক্ষতি হলে আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।
এর আগে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ সৈয়দ ইব্রাহীম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়েছি, যাতে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়। একই সঙ্গে মৌখিকভাবেও বলেছি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধু সব সময় বিরোধী দলের প্রতি উদার ছিলেন। তাই তিনি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে একটি ঐতিহাসিক উদাহরণ সৃষ্টি করবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপির চেয়ারম্যান ক¦ারী মোহাম্মদ আবু তাহের, এলডিপির যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিম, জাগো দলের চেয়ারম্যান এ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
এস/এ