কোটালীপাড়ার রাধাগঞ্জ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কামাল হোসেন  

কোটালীপাড়ার রাধাগঞ্জ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কামাল হোসেন  

কোটালীপাড়া, গোপালগঞ্জ, সমীর রায়: সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। এরই অংশ হিসেবে আগামী ২৩ ডিসেম্বর কোটালীপাড়ায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাজনীতি অঙ্গনে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে তুমুল তোড়জোর চলছে। এ উপজেলার সব ইউনিয়নের হাট-বাজার, মাঠে ঘাটে ও চায়ের দোকানে নির্বাচনী আলোচনা সবার মুখে মুখে।

এরই ধারাবাহিকতায় কোটালীপাড়া উপজেলার ৫নং রাধাগঞ্জ  ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. কামাল হোসেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। একই সঙ্গে রাধাগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য। কামাল হোসেন ১৯৮৯ সালে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, কলেজের ছাত্র-ছাত্রী সংসদের সহ-ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। ১৯৯০ সালে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯ ২সালে ছাত্র-ছাত্রী সংসদের এজিএস নির্বাচিত হন। ১৯৯৫ সালে কোটালীপাড়া ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৭ থেকে ২০১৪ পর্যন্ত রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৭ সাল থেকে কোটালীপাড়া আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সাল থেকে রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ২০২১ সাল থেকে কোটালীপাড়া আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন কামাল হোসেন। 

কামাল হোসেন বলেন, ৩৩ বছরের রাজনীতির জীবনে ২০০২ ও ২০০৫ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মামলা দেওয়া হয়েছে। একাধিকবার নির্যাতনের মুখোমুখি হয়েছি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে রাধাগঞ্জ ইউনিয়নবাসির জন্য কাজ করে যাবো।

এস/এ