স্বাধীন স্বপ্ন
শিখা রানী বিশ্বাস
ঊর্ধ্ব প্রেম চাইনা
অধঃ প্রেমও চাইনা
প্রেমের সমান্তরাল ইতিহাস গড়তে চাই।
যেখানে হিংসা থাকবেনা
ক্রোধ থাকবেনা,
লুকানো আঁধার থাকবেনা
চাপা ব্যাথার বাঁশি বাজবেনা!
অতি উল্লাসিত আগ্রাসনে হয়রানির শিকার থাকবেনা
মৃদু হেসে উঠে আসবে স্বপ্ন,
বিভোর বিলাপ বৃথা উপভোগ করবে কেবল আসার আমন্ত্রণ।
অল্প অল্প গল্প থাকবে
টিপ টিপ বৃস্টি থাকবে
গানে গানে ছন্দ থাকবে
সবুজের বহু বহু সমারোহ থাকবে
সুউচ্চ পর্বতশ্রেণী সৃষ্টির প্রতিক হবে
বাহারি লতাপাতা গল্প বলবে,
একটু ভালো লাগার মূহুর্ত যেন আকাশ ছুয়ে যাবে
কোন দীর্ঘশ্বাস বাসা বাধবেনা সাগরের বুকে
স্বপ্ন দেখি নতুন আলোকে মেলিয়া পাখা বেলা বয়ে যাবে তবু্ও স্বপ্ন স্বাধীন থাকবে।
এস/এ