কবি মাহবুব উল আলম চৌধুরী কবিতার মাধ্যমে অমর হয়ে আছেন: সংস্কৃতি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, মাহবুব উল আলম চৌধুরী ছিলেন একজন প্রখ্যাত কবি, সাংবাদিক ও ভাষাসৈনিক। তিনি ছিলেন চট্টগ্রামের সর্বদলীয়
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণের ঘটনার খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি রচনা করেন। এ কবিতাটি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রচিত প্রথম কবিতা হিসেবে স্বীকৃত। এ বিখ্যাত কবিতার মাধ্যমে তিনি অমর হয়ে আছেন।
প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে কবি মাহবুব উল আলম চৌধুরী স্মরণে বাংলা একাডেমি আয়োজিত একক বক্তৃতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, কবি মাহবুব উল আলম চৌধুরী তার কবিতার মাধ্যমে মানুষের হৃদয়কে স্পর্শ করেছেন। তার কর্মের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৯ সালে মরণোত্তর একুশে পদক লাভ করেন।
বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারক বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মনিরুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলা একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমান। অনলাইনে সংযুক্ত হয়ে আবৃত্তি করেন বিশিষ্ট বাচিকশিল্পী আয়েশা হক শিমু।
এস/এ