চুয়াডাঙ্গায় ভারত ফেরত নারীর মৃত্যু

চুয়াডাঙ্গায় ভারত ফেরত নারীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় মোহসেনা বেগম নামে ভারত ফেরত এক নারীর মৃত্যু হয়েছে। তিনি জেলা সদর হাসপাতালের কোয়ারেন্টাইন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে তার মৃত্যু হয়।

 

মোহসেনা বেগম দিনাজপুর জেলার মহব্বতপুর এলাকার মৃত মকছেদ আলীর স্ত্রী। তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেহ আকরাম জানান, মোহসেনা বেগম গলব্লাডার ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন ছিলেন। গত ২১ মে চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত দিয়ে দেশে ফেরেন। তার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসায় তাকে নার্সিং ট্রেনিং ইন্সটিটিউটে কোয়ারেন্টাইনে রাখা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকালে তাকে হাসপাতালের কোয়ারেন্টাইন বিভাগে ভর্তি করা হয়।