মনটা যে আমার

মনটা যে আমার

আসিফ ইকবাল

তুমি আমায় বলোনি কেন?
কি বলিনি?
ভালোবাসো।
ভালোবাসি বুঝি?
ভালোবাসো না আমায়?
আমি চেয়েছিলাম আমার মনের কথাগুলো কেউ বুঝে নিক নিজ থেকে।

(মান অভিমানে দুজনেই একসময় প্রবাসী হয়। পাঁচ বছর পর ফিরেও আসে। পুরনো অভিমান ভুলে দেখা করে দুজনে।)

যদি না আসতাম?
জানতাম, তুমি ফিরবেই।
তাই নাকি?
তুমি বড্ড জেদী মেয়ে। নিজেকে প্রমান করতেই ফিরতে।
সত্যিই তুমি না…
কি আমি?

(কফির ধূমায়িত মগ হাতে দুজনে ছলো ছলো চোখে চেয়ে থাকে একে অপরের দিকে। এরপর…)

তাহলে এতোদিন কেন যোগাযোগ করোনি?
ইচ্ছে হয়নি বলে করিনি।
তাহলে এখন করলে কেন?
আগে যোগাযোগ করলেতো আজকের তোমাকে পেতাম না।
এখন সামনে পেয়ে এত কিছু বলছো…
ওহু! একদম না। মনে রেখেছি। মনেছিল সব সময়।
আমারও তাই মনে হয়। আচ্ছা, তুমি সবসময় কিভাবে বুঝে যাও আমার মনের কথা?
মনটা যে আমার! আর তুমিই যে মন।

এস/এ