ষড়যন্ত্রের রাজনীতি করে বিএনপি জামায়াত: নাছিম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি জামাত জনগনের রাজনীতি করে না। জন্ম থেকেই তাদের সম্বল ষড়যন্ত্রের রাজনীতি।
শনিবার বিকেলে বাড্ডা হাইস্কুল মাঠে ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি জামাতের জনগণের প্রতি আস্থা নেই। এদের জন্ম হয়েছিলো সেনা ছাউনিতে সুবিধাবাদী লোকদের নিয়ে। এরা পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এজেন্ট। যেকোনো মূল্যে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়।
তিনি বলেন, বিএনপি জামাত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য তথ্য সন্ত্রাসের মাধমে সারাদেশে দাঙা সৃষ্টির চেষ্টা করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি জামাতিদের অশুভ তৎপরতাকে প্রতিরোধ করেছে। এই অশুভ শক্তি শান্তি, সম্বৃদ্ধি, উন্নয়ন চায়না। এরা বাংলাদেশকে অশান্ত দেখতে চায়। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিটি মানুষকে সমান মূল্য দেয়, প্রতিটি ধর্মকে সমান মূল্য দেয়। এদেশের সকল নাগরিকের সুস্থভাবে বাঁচার অধিকার আছে। আমরা ভয় পাইনা। আমরা বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক। ধর্ম নিয়ে অপরাজনীতি যারা করে তাদের জনগন নিয়ে মোকাবেলা করবো।
বাহাউদ্দিন নাছিম বলেন, এরা বাংলাদেশকে পাকিস্তানি রাষ্ট্রের মতো দেখতে চায়। পরিকল্পিতভাবে নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত হবে। বাংলার মুক্তিকামী মানুষ এদের প্রতিহত করবে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার জন্য জনগনই যথেষ্ট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে এম রহমতউল্লাহ, উদ্বোধক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, প্রধান বক্তা ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পি, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুল হক মিজু, উপদপ্তর সম্পাদক আব্দুল আউয়াল শেখ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এস/এ