সবুজ আন্দোলনের উদ্যোগে ধামরাইয়ে পরিবেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সবুজ আন্দোলনের উদ্যোগে ধামরাইয়ে পরিবেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায় ও পরিবেশ বিপর্যয় সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। ইতিমধ্যে সংগঠনটি সারা বাংলাদেশে সাংগঠনিকভাবে কার্যক্রম পরিচালিত করছে। আজ ৩০ অক্টোবর সবুজ আন্দোলন ঢাকা জেলার উদ্যোগে ধামরাইয়ে আলাদিন পার্ক হল রুমে “পরিবেশ বিপর্যয় রোধে করণীয় ও পরিবেশ বিষয়ক কর্মশালা”র আয়োজন করে। সবুজ আন্দোলন ধামরাই উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এম শাহীন আলমে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার, প্রধান প্রশিক্ষক মাহাদী হাসান মল্লিক, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সবুজ আন্দোলনের মহাসচিব মহসিন সিক্দার পাভেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সবুজ আন্দোলনের পরিচালক নিলুফার ইয়াসমিন রুপা, অভিনেতা উদয় খান, আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম আকন্দ, ছাত্র পরিষদের যুগ্ম আহ্ববায়ক শরিফুল ইসলাম টিংকু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাভার আশুলিয়া ও ধামরাই থানার জন্য পরিকল্পিতভাবে নগরায়ন করা সম্ভব হলে ঢাকা মহানগরের পরিবেশ বিপর্যয় ও নগরায়নের চাপ কমানোর সম্ভব।

সঞ্চালক উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোবিন্দ পাল জয় ও সাংগঠনিক সম্পাদক রাজিব হাসান।

এসময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা শাখার সমন্বয়কারী রাজিব মাহমুদ, ধামরাই উপজেলা শাখার সহ-সভাপতি মাসুদুর রহমান বাবুল, এ আর খান মন্টু, আশুলিয়া থানা শাখার সহ-সভাপতি কবি এমান উদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক এসএইচ শাকিব, ধামরাই থানার প্রচার সম্পাদক নাজমুল হাসান, সদস্য সোহেল রানা, স্বপ্নডানা পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি শাহরিয়ার ফেরদৌস রানা প্রমুখ।

এসময় উপজেলা শাখার সকল সদস্যসহ শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক বক্তিত্বসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এস/এ