নিস্তব্ধতা ভয় পাই

নিস্তব্ধতা ভয় পাই

আসিফ ইকবাল

তুমি কি জেগে আছো?
রাত অনেক, নিস্তব্ধ চারিদিক
তবুও নির্ঘুম আমি!
বলছি কি, আমরা নাহয় আজ
গল্পে গল্পে রাতের নিস্তব্ধতা শুনি।

নিস্তব্ধতা আমার ভালো লাগে না!
বড্ড ভয় পাই,
ছায়া হয়ে অতীতগুলো
ফিরে আসে বারবার
মনে করতে চাইনা, ভুলে যেতে চাই
আমারও একটা অতীত ছিল।

সব নিস্তব্ধতার আড়ালে কি
অন্ধকার থাকে?
দেখছো না, জোছনায় কেমন জ্বল জ্বল করছে চারিদিক।
তোমার অতীতটাও মলিন হবে
পূর্ণিমার এমন মোহনীয়, কমনীয় রূপে…

আমিতো পুর্নিমার আলোয়
স্নান করতে চেয়েছিলাম
জোনাক আলোয় আলোকিত পথে
হাটতে চেয়েছিলাম তোমার হাত ধরে
তুমি ফিরেছিলে ঠিকই,
জোছনা হয়ে নয়, রাতের নিস্তব্ধতায়!

আমি তো হারাইনি কখনও
চলেও যাইনি কোথাও
আছি বলেই ফিরেছি বারবার
ছায়া হয়ে নিস্তব্ধতায়।

এস/এ