রঙচঙয়ের নগরী

রঙচঙয়ের নগরী

আসিফ ইকবাল

সেই রাজ পথ, সরু গলি
রাস্তার মোড়ের ধুসর ল্যাম্পপোস্ট
আধ খোলা ম্যানহোল
নাজিম মামুর টং দোকান
রাবেয়া খালার সিগারেটের দোকানের কোলাহল
কফি শপ, রুফটপ রেস্তোরা
ছয় তলা বাড়ীর লম্বা ব্যালকনি
লাল টকটকে গোলাপ, হাস্নাহেনার মাতাল গন্ধ
খাঁচা বন্দী ময়না,লাভবার্ড
দখিনের জানালা, ভেলবেটের জমকালো রঙিন পর্দা
সব আছে এই রঙিন নগরীতে!

এখনও মন ভোলানো স্নিগ্ধ ভোর হয়
কুয়াশার বুক চিড়ে সুর্য উঁকি দেয়
গনগনে শরীর পোড়া রোদে
ক্লান্ত পথিক ছায়া খুঁজে বেড়ায়
গোধূলি আলোয় নীড়ে ফিরে পাখি
ক্লান্তি নিয়ে বাড়ী ফিরে পরিশ্রান্ত পথিক
বিপর্যস্ত মানুষ উদভ্রান্তের মতো
খুঁজে ফিরে সোনালী অতীত!
হারিয়েছে যা নগরীর এই রঙিন জীবনের চোরাবালিতে।

সরু গলির পথ চেনাই ছিল
ল্যাম্পপোস্টের মিষ্টি আলোও ছিল
হাস্নাহেনার পাগল গন্ধ ছিল
লাল গোলাপের ভালোবাসা ছিল
রাবেয়া খালার দোকানের ট্রিপল ফাইভ সিগারেটের সাথে নাজিম মামুর টং এর মিষ্টি চায়ে চুমুক দেওয়ার অমৃত সুখ ছিল।

ছিল কুয়াশা ভোর, সকালের সোনালী রোদ
গাত্রদাহের দুপুর, স্নিগ্ধ বিকেল
সন্ধ্যা তারা আর জোছনা রাত।
সবই আছে এই রঙিন শহরে
এখনও প্রেম আছে, ভালোবাসা আছে
আছে নিপুণ অভিনয়
যা এই নগরীকে করেছে পথহারা।

এস/এ