পাকিস্তানের বর্বরতা স্মরণে ‘কালো দিবস’ পালন করে বিএসএএফ

পাকিস্তানের বর্বরতা স্মরণে ‘কালো দিবস’ পালন করে বিএসএএফ

নিজস্ব প্রতিবেদক : ১৯৪৭ সালের ২২ অক্টোবর পাকিস্তান সেনাবাহিনীর কতৃক জম্মু কাশ্মীরের সাধারণ মানুষের উপর সংগঠিত ইতিহাসের বর্বরতম নৃশংস ঘটনার স্মরণ করে ‘কালো দিবস’ পালন করেছে সামাজিক সংগঠন বাংলাদেশ সোস্যাল এক্টিভিটিস ফোরাম ( বিএসএএফ)।

শুক্রবার রাজশাহীর জিরো পয়েন্টে ‘কালো দিবস’ উপলক্ষে “ধর্মীয় সম্প্রীতি রক্ষায়” ১৯৪৭ হতে ১৯৭১, জম্মু কাশ্মীর এবং বাংলাদেশে মানবতাবিরোধী হত্যাকাণ্ডের বিচারের দাবী ও চলমান সাম্প্রদায়িক সন্ত্রাস জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন পথসভা ও মোটর বাইক র‍্যলী করে সংগঠনের সদস্যরা।

মানববন্ধনে বক্তরা বলেন, ১৯৪৭ এ ভারত থেকে সাম্প্রদায়িক চেতনায় পাকিস্তানের সৃষ্টি। পাকিস্তান ঐচেতনা থেকেই আজও রাষ্ট্রীয়ভাবে মৌলবাদ ও জঙ্গিবাদকে লালন করছে। ১৯৪৭ সালে জম্মু কাশ্মীর এবং ১৯৭১ সালে বাংলাদেশে মানবতাবিরোধী জঘন্যতা গণহত্যাকাণ্ড ঘটিয়েছে। মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য পাকিস্তান আজও প্রকাশ্যে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চায়নি। এছাড়াও পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় তাদের প্রেত্মাতারা আজও বিভিন্ন রাষ্ট্রে জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। মহান মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানের প্রেত্মাতারা দেশের সম্প্রীতি বিনষ্টে এখনও তৎপর। অসম্প্রদায়িক চেতনাবোধের প্রত্যেকটি নাগরিক এই সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক কালে কুমিল্লায় নানুয়া দিঘীর পাড় পূজামণ্ডপে মূর্তির রাণের উপর পবিত্র কোরআনুল কারীম রাখাকে কেন্দ্র করে সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর যে হামলা হয়েছে তা অপ্রত্যাশিত এবং এর ঘটনার সাথে অতীতের সকল সাম্প্রদায়িক তাণ্ডবের যোগসূত্র রয়েছে। আমরা এর তীব্র নিন্দ ও প্রতিবাদ করছি। তাছাড়াও সাম্প্রদায়িক তৎপরতার সাথে পাকিস্তানসহ বিএনপি জামাতের যোগসাজশ আছে কিনা তা তদন্ত করে দেখার জন্য সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহবান জানান।

বাংলাদেশ সোস্যাল এক্টিভিটিস ফোরাম ( বিএসএএফ) রাজশাহী বিভাগের সমন্বয়ক আব্দুল লতিফ মৃধার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সোস্যাল এক্টিভিটিস ফোরামের প্রধান সমন্বয়ক মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী, সমন্বয়ক গণবন্ধু রাহাত হুসাইন, হিন্দু বৌদ্ধ খৃস্ট্রান ঐক্য পরিষদের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ,
সচেতন নাগরিক কমিটি আহ্বায়ক বাবু অশীত কুমার, রাজশাহী জেলার কৃষক লীগের কৃষিঋণ ও পূর্নবাসন সম্পাদক মো. মাইনুল ইসলাম তোতা, দুর্গাপুর উপজেলা কৃষক লীগের সভাপতি মো. রোকনুজ্জামান ও রাজশাহী জেলা বাংলাদেশ সোস্যাল এক্টিভিস্ট ফোরামনে সমন্বয়ক আখতারুজ্জামান অভি প্রমুখ।

এস/এ