ষষ্ঠী মাতা
সুদীপ চন্দ্র হালদার
আর্যেতর দেবী তুমি, বারো মাস পূজিতা,
আশ্বিনেতে দূর্গারূপে বোধনষষ্ঠীতে তুমি ছঠী মাই;
ভক্তের ভক্তির ঘটে তুমি গৌরবর্ণা দ্বি ভুজা,
সন্তানদাত্রী-রক্ষয়িত্রী-উৎপাদন জননী তুমি ষষ্ঠীমা।
বৈশাখেতে পূজিতা চন্দন-চর্চিত তুমি ধূলাষষ্ঠীতে,
জননী পূজে তোমায় রাখিতে সন্তানেরে নিরাপদ।
জ্যৈষ্ঠ মাসে পূজিতা তুমি জামাই ষষ্ঠীর দিনে,
আষাঢ়ে পূজিতা সন্তান কামনায় কোড়াষষ্ঠীতে,
শ্রাবনের শুক্লা ষষ্ঠীতে পূজিতা তুমি লোটনষষ্ঠীতে,
মাতৃহৃদয়ের মিনতি সন্তানের অকাল মৃত্যুরোধে।
ভাদ্রমাসের শুক্লা ষষ্ঠীতে পূজিতা মন্থনীষষ্ঠীরূপে,
সন্তানের ধন-যশের আশায় জননীর আকুতিতে।
আশ্বিনেতে সন্তানবতীর পূজিতা বোধন ষষ্ঠীতে,
কার্তিকে নাড়ী ষষ্ঠীতে পূজিতা তুমি ষষ্ঠী দেবী,
হাটে-মাঠে-ঘাটে নিরাপদ রাখিতে সন্তানেরে।
অগ্রহায়ণে পূজিতা তুমি মূলকরূপিনী ষষ্ঠী দেবী,
গোমাতা-গোবৎসাদি সুরক্ষায় তুমি মূলাষষ্ঠী।
পৌষ মাসে পূজিতা তুমি নাটাই ষষ্ঠীতে,
সন্তানের রোগমুক্তি কামনায় মায়ের আকুতিতে।
ফাল্গুনে গোমাতা ভগবতী রূপে গোরূপিনী ষষ্ঠী,
চৈত্র মাসে সন্তানের কল্যাণে তুমি নীল ষষ্ঠী।
বারো মাস করে যে জননী তোমার পূজা
রাখিতে সন্তানেরে দুধে- ভাতে কল্যাণ দ্বারা,
তুমি সেই মায়ের মিনতি নাহি ফেলে দাও,
জগত জননী রূপে তার সন্তানেরে বাঁচাও।
বোধনেতে এসেছ ধরায় তুমি মাতা ষষ্ঠী দেবী,
সকল সন্তান রক্ষিবার তরে করোনাসুর বধে,
তোমারি পূজা মোরা করি অশ্রু সজলে,
সকলের মঙ্গল করোহে তুমি ষষ্ঠী মাতা।।
এস/এ