কোটালীপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা

কোটালীপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা

কোটালীপাড়া, গোপালগঞ্জ প্রতিনিধি, সমীর রায়:
গোপালগঞ্জের কোটালীপাড়া থানার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২১ উদযাপন উপলক্ষে ২৯০টি পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে আইন – শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ ঘটিকায় কোটালীপাড়া থানা হল রুমে অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ( পি পি এম)।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার অপরাধ মিজানুর রহমান মিজান, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, ওসি (তদন্ত) জাকারিয়া, কোটালীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক লীলা রানী দাস,কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝা সহ উপজেলার বিভিন্ন পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এ বছর উপজেলার ২৯০টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। প্রতিটি মন্ডপে স্বাস্থ্যবিধি মেনে এবারও সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।

দূর্গাপুজা উপলক্ষে আইন-শৃংখলা বাহিনীর পক্ষ থেকে কোটালীপাড়া উপজেলাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে ঘোষণা দেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়শা সিদ্দিকা ( পি পি এম) । প্রশাসনের পক্ষ থেকেও রাখা হবে স্বজাগ দৃষ্টি।

এস/এ