অসহায় মানুষের মাঝে রোগী কল্যাণ সোসাইটির বিনা মূল্যে ওষুধ বিতরণ

অসহায় মানুষের মাঝে রোগী কল্যাণ সোসাইটির বিনা মূল্যে ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও এলাকায় অসহায় মানুষের মাঝে রোগী কল্যাণ সোসাইটির বিনা মূল্যে ওষুধ বিতরণ

বাংলাদেশে করোনাকালীন সময়ে সাধারণ জনগণ কর্মহীন হয়ে পড়ছে। পাশাপাশি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। অর্থের অভাবে প্রান্তিক জনগোষ্ঠী সঠিকভাবে চিকিৎসা সেবা নিতে পারছে না। বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি আজ ৭ অক্টোবর রাজধানী ঢাকার খিলগাঁও এলাকার বনশ্রীতে গরীব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য ওষুধ বিতরণ করে। সংগঠনের প্রতিষ্ঠাতা ডা. মাহতাব হোসাইন মাজেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। সংগঠনের পক্ষ থেকে প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের রোগী কল্যাণ সোসাইটির উদ্যোগ অত্যন্ত প্রশংসার দাবি রাখে। সাধারণ জনগণ চিকিৎসা ব্যয় বহন করতে বর্তমান সময়ে হিমশিম খাচ্ছে। স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধ করতে পারলে সাধারণ জনগণ সরকারের উন্নয়নের সুফল সঠিক ভাবে ভোগ করতে পারবে।

ডা. মাহতাব হোসাইন মাজেদ বলেন, আমরা ১৮ কোটি জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছি।প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে রোগী কল্যাণ সোসাইটির উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি করা হবে।

এ সময় সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়:
১/ স্বাস্থ্য খাতের সাথে সম্পর্কিত সকল ডাক্তারদের সমন্বয়ে জাতীয় চিকিৎসা বোর্ড গঠন করতে হবে।
২/ স্বাস্থ্যখাতে শূন্যপদে ডাক্তার নিয়োগ নিশ্চিত করা এবং উপজেলা পর্যায়ে আনুপাতিক হারে ডাক্তার নিয়োগ নিশ্চিত করতে হবে।
৩/ কমিউনিটি ক্লিনিকে এলোপ্যাথি ডাক্তারের পাশাপাশি হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ও ইউনানী চিকিৎসক রাখতে হবে।
৪/ সরকারি খরচে প্রত্যেক রোগীর জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সুবিধা নিশ্চিত করতে হবে।
৫/ ভেজাল ওষুধ উৎপাদন বন্ধ ও গুণগত মানসম্পন্ন ঔষধ উৎপাদন তদারকি করতে জাতীয় বোর্ড গঠন করতে হবে।

ওষুধ বিতরণ কর্মসূচিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির উপদেষ্টা ও দৈনিক স্বদেশ বিচিত্রা প্রকাশক ও সম্পাদক কবি অশোক কুমার ধর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এস/এ