কোটালীপাড়ায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাক্স ও সাবান বিতরন
কোটালিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি, সমীর রায়: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকারের সহযোগিতায় ২৫ হাজার মাক্স ও ৬ হাজার সাবান সআ শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরন করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধের পর ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। স্বাস্থ্যবিধিসহ সরকারি সব নির্দেশনা মেনে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৮৮টি প্রাথমিক বিদ্যালয় ও ৫৭টি উচ্চমাধ্যমিক, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠাঅনের প্রধানদের মাঝে মাস্ক, সাবান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ১২টায় উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে এসব উপকরন বিতরণ করা হয়।
এসময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে দুই বক্স মাস্ক ও দুটি করে সাবান প্রদান করা হয়।
কোটালিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার অরুন চন্দ্র ঢালী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানের প।রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ফেরদৌস ওয়াহিদ বলেন, দীর্ঘদিন করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। এখন সব শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে চলছে। করোনা সংক্রমন রোধে আগামীতে সব বিদ্যালয় পরিচালনা করা হবে।
এস/এ