বাসে পাওয়া একলাখ টাকা মালিককে ফেরত দিলো পুলিশ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ‘স্বাধীন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সিটের নিচে পড়েছিল এক লাখ ২১ হাজার টাকা। যাত্রীরা স্বাস্থ্যবিধি মানছে কিনা, তা চেক করার সময় সেই টাকা পান মোহাম্মদপুর ট্রাফিক পুলিশ। এরপর প্রকৃত মালিককে সেই টাকা ফিরিয়ে দেয় পুলিশ।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে মোহাম্মদপুরের বসিলায় চেকপোস্টে গাড়ি তল্লাশি করছিল দায়িত্বরত ট্রাফিক পুলিশ। এ সময় স্বাধীন পরিবহনের একটি বাস থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ টাকা উদ্ধার করেন ট্রাফিক তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা।
তেজগাঁও ট্রাফিক বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার কাজী হানিফ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা প্রতিটি বাসে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী ওঠানো হয় কিনা, ভাড়া বেশি নেয় কিনা, এসব দেখার জন্য বসিলা মোড়ে একটা চেকপোস্ট স্থাপন করি। তখন পুলিশ সদস্যরা স্বাধীন পরিবহনের একটি বাসে ওঠেন। তারা একটি সিটের নিচে ব্যাগ পড়ে থাকতে দেখেন। পরে ব্যাগের ভেতরে টাকা দেখতে পান। কিন্তু বাসে থাকা যাত্রীরা কেউই ব্যাগটির মালিক বলে দাবি করেননি। এরপর বাসের স্টাফ ও যাত্রীদের সামনে টাকা গুনে পুলিশ নিশ্চিত হয় সেখানে এক লাখ ২১ হাজার টাকা রয়েছে।’
তিনি বলেন, ‘ওই টাকা মোহাম্মদপুর থানায় জমা দেওয়া হয়। পরবর্তীতে মোহাম্মদপুর থানা পুলিশ মালিককে পেয়ে টাকা ফেরত দেয়।’
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘টাকার প্রকৃত মালিক আবু রায়হান একজন শিক্ষার্থী। তিনি মোহাম্মদপুর থানায় এসে উপযুক্ত প্রমাণ দিয়েছেন। তারপর তাকে টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে।’
এর আগে আবু রায়হান বসিলা বাসস্ট্যান্ডে গিয়ে ফেলে আসার টাকার ব্যাগের খোঁজ করেন। তখন বাসস্ট্যান্ডের লোকজন তাকে মোহাম্মদপুর থানায় পাঠান। বিকালে তিনি থানায় এসে টাকা বুঝে নেন।
এ সময় টাকার মালিক আবু রায়হান পুলিশকে ধন্যবাদ জানান।