বেকার জীবন
রনজিত বিশ্বাস
বাবার স্বপ্ন,মায়ের আশা
বেঁধে ছিলো নীড়,
সে ঘরেতে জম্ম নিলাম
আমি ছোট্ট বীর।
আমি ছিলাম পিতামাতার
অদ্বিতীয় ছেলে,
আদর সোহাগ দিয়ে তাই
বড় করে তোলে।
পিতামাতার স্বপ্ন ছিলো
আমায় নিয়ে উঁচু,
আমার জন্য ব্যয় করতে
হাঁটতো নাতো পিছু।
তাদের স্বপ্ন পূরণ করতে
পাঠাই ছিলো ঢাকা,
পড়াশুনা করলে পরে
ঘুরবে ভাগ্যের চাকা।
পড়া লেখা শেষ করলাম
ভালো রেজাল্ট নিয়া,
চাকুরী আমার হলো না
এই সার্টিফিকেট দিয়া।
বয়স আমার চলে যাচ্ছে
ত্রিশ করলাম পার,
বেকার আমার জীবনটা
করলো রে ছারখার।
এস/এ