সাবেক এমপি মাসুদা রশীদ চৌধুরির মৃত্যুতে শোক
নিজস্ব প্রতিবেদক : সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এমপি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সাবেক চেয়ারম্যান, ইউনস্কো বাংলাদেশের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুদা এম রশীদ চৌধুরির মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন পল্লীবন্ধুপুত্র এরিক ঘোষিত জাতীয় পার্টির কো চেয়ারম্যান বিদিশা এরশাদ ও ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুনুর রশীদ।
সোমবার দুপুরে এক শোক বার্তায় তারা এসব কথা বলেন।
বিবৃতিতে মাসুদা রশীদ চৌধুরির মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে উল্লেখ করে বিদিশা-মামুন বলেন, তাঁর মতো শিক্ষক ও মমতাময়ী নারী আজকের এই দিনে বড়ই অকল্পনীয়। তিনি শুধু রাজনীতিকই ছিলেন না, একাধারে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে গুরু দায়িত্ব পালন করে গেছেন যোগ্যতার সঙ্গে। পাশাপাশি তিনি আন্তর্জাতিক পর্যায়ে একজন যোগ্য নারী নেতা ও অবহেলিত নারী সমাজের সেবক ছিলেন।
বিবৃতিতে জাপার কো চেয়ারম্যান বিদিশা ও মহাসচিব মামুন বলেন, মাসুদা এম রশীদ ছিলেন নারী উদ্যোক্তাদের জন্য একজন পথিকৃৎ। এফবিসিসিআইয়ের এই সদস্য ছিলেন সফল ব্যবসায়ী। এছাড়া বিশ্বের বিভিন্ন সেবামূলক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন যোগ্যতার সঙ্গে।
তারা বলেন, দলের জন্য তার মৃত্যু বড় ধরনের হতাশার কারণ হলো। জাতীয় পার্টির নেতাকর্মীরা একজন যোগ্য অভিভাবক এবং মমতাময়ী মাকে হারালো।
শোক বার্তায় বিদিশা-মামুন শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানান। পাশাপাশি মরহুমার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করেন।
এস/এ