সেই খেয়াটি

সেই খেয়াটি

হাওলাদার বেলাল

পারাপারের সেই খেয়াটি
নেই সেই খেয়ার মাঝি!

নদীটি আগের মতোই আছে,
রয়েছে নৌকা সারি সারি!

জেলে মাছ ধরছে আপন গতিতে;
এর পর ফিরছে তার নিজ আঙ্গিনায়,
শুধু মৃত্যু হয়েছে ইচ্ছেগুলির।

মৃত্যু হয়েছে-
কুবের মাঝির ভালোবাসা ;
নেই সেই আনন্দ
টুনির সাথে মধ্যে রাতে শাপলা তোলা;

মধ্যে রাতে হাতটি ধরে
খেজুর রসের পায়েস খাওয়া,
শিশির ভেজা মধ্যে রাতে
খুনসুটিতে ঝগড়া করা;

মেঠ পথে হারিয়ে যাওয়া
স্মৃতির মেলায়
দিন দুপুরে আঁচল পেতে
মুড়ি, মুড়কি, সন্দেশ খাওয়া
দক্ষিণ বাতয়নে দাড়িয়ে
এলোচুলে তোমায় ভাবা!

চুপটি করে ইশারাতে
তোমায় ডাকা;

খুনসুটি আর ঝগড়া করে
আলতো ভাবে ভালোবাসা,
ভর দুপুরে আম কুড়িয়ে
কলা পাতায় আম বানিয়ে
ঝগড়ার ছলে কেড়ে নেয়া।

লেখক: সাংবাদিক