বিশ্বকাপে বাংলাদেশ তারণ্য নির্ভর একাদশ নিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন

বিশ্বকাপে বাংলাদেশ তারণ্য নির্ভর একাদশ নিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন

বিশেষ প্রতিনিধি: টিম টাইগারদের এবারের মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ। টানা তিন সিরিজ জিতে এবারই প্রথম বিশ্বকাপে যাত্রা করছে বাংলাদেশ। ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া আসরের প্রথম দিনেই পুরাতন প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাছাই পর্বে তিন ম্যাচে তুলনা মূলক দূর্বল প্রতিপক্ষের মোকাবেলায় শক্তিমত্তা ও সাম্প্রতিক ফর্মে এগিয়ে থাকবে বাংলার দামাল ছেলেরা।

পঁচা শামুকে পা না কাটলে গ্রুপ চ্যাম্পিয়ান হয়েই বিশ্বকাপের মূল পর্বে শুরু করবে মাহামুদ্দুল্লা রিয়াদের দল। আইসিসির ৬ নম্বর র‌্যাংকিংয়ে অবস্থান করে বিশ্বকাপে বাংলাদেশকে মূলত সুপার টুয়েলভে পরিক্ষা দিতে হবে। গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে বাংলাদেশ খেলবে গ্রুপ-২ তে। এই গ্রুপে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। রানারআপ হলে সুপার টুয়েলভে টাইগারদের প্রতিপক্ষ হবে গ্রুপ-১ এ থাকা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সুপার টুয়েলভের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। ২৩ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভের লড়াই।

মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল দল ঘোষণা করা হয়েছে। এই দলে পেসার রুবেল হোসেন ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।

বিশ্বকাপ থেকে নিজেকে আগেই সরিয়ে নিয়েছেন ওপেনার তামিম ইকবাল।
ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম দিনেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। রাউন্ড ওয়ান খেলে সুপার টুয়েলভে অংশ নিতে হবে টিম টাইগার্স। গ্রুপ বিতে বাংলাদেশের সঙ্গে থাকবে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান।

বিশ্বকাপে বাংলাদেশে প্রধান ভাবনা হবে দলের ব্যাটিং লাইন নিয়ে। ১৫ সদস্যের মধ্যে সাত জনের প্রথমবারের মত বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে। যেখানে বিশ্বের অন্য দেশ অভিজ্ঞদের নিয়ে নিজেদের দল সাজিয়েছেন। সেখানে বাংলাদেশ বিশ্বকাপ আসরকে বেঁছে নিয়েছেন পরিক্ষার মঞ্চ হিসাবে। উদ্ভোধনী জুটি ও ফিনিশারের দূর্বল ভূমিকা হতে পারে বাংলাদেশের প্রধান মাথা ব্যথার কারণ।

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মাহেদী হাসান ও নাসুম আহমেদ।

এস/এ