মহা নায়ক

মহা নায়ক

হাওলাদার বেলাল

মুজিব মানেই বাঙালির অহংকার, বাঙালির আত্না!

মুজিব মানেই বাঙালির স্বপ্ন,
বাঙালির হৃদয়ের চেতনা!

তুমি মিশে আছো সবুজ প্রকৃতিতে,
তুমি মিশে আছো রাজ পথের ঝাঁঝালো মিছিলে,
তুমি বাংলা ও বাঙালির প্রাণ
তুমি স্বাধীনতার সুর্য সন্তান!

ভালোবাসি আজো তোমাকে
ভালোবাসি তোমার ঝাঁঝালো কন্ঠ
ভালোবাসি তোমার অপরূপ সৌন্দর্য ;
ভালোবাসি আজো তোমার হাসি!

মিশে আছো আজো লাল সবুজের পতাকায়
মিশে আছো আজো পৌষ পার্বন আর নবান্নে,
মিশে আছো শিশির ঘাসের চাদরে,
মিশে আছো রংধনুর সৃষ্টির আদরে!

কে বলে তোমার অস্বিত্ব নেই?
তুমি আছো বাঙালির হাসিতে
তুমি আছো বাঙালির অন্তরের চাদরে।

তুমিই সেই মহা মানব
তুমিই বাঙালির জাতির জনক,,
তুমিই বাংলার শেষ্ঠ মহা নায়ক!

লেখক: সাংবাদিক