কোটালীপাড়ায় শিশুসহ গলায় ফাঁস দিয়ে রহস্য জনক মৃত্যু”দুই

কোটালীপাড়ায় শিশুসহ গলায় ফাঁস দিয়ে রহস্য জনক মৃত্যু”দুই

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি, সমীর রায়: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে গোপালপুর করিমুন নেছা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা খানম (১৬) ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সুপ্রিয়া বাৈড়(৯)নামে দুই শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

ফাতেমা খানম পিনঞ্জুরি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের ঝন্টু শেখের মেয়ে ও সুপ্রিয়া বাড়ৈ কলাবাড়ি ইউনিয়নের শিমুল বাড়ি গ্রামের টুপি বাড়ৈর মেয়ে।

শনিবার সকালে উপজেলার পিনঞ্জুরি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে ফাতেমা খানম নিজ ঘরের বারান্দায় আরার সাথে ওরনা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সজনেরা পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটির সুরতহাল সম্পন্ন করেন এসআই শামসুল হক।

অপর দিকে সকালে শিশু সুপ্রিয়া বাড়ৈকে নিজ ঘরের বারান্দায় ওরনা দিয়ে ঝুলানো অবস্থায় দেখতে পেয়ে সজনেরা উদ্ধার করে কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয় আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করে। সুপ্রিয়ার লাশের সুরাতহাল সম্পন্ন করেন এসআই মোস্তফা।

মৃত্যু দুটি নিয়ে নিজ নিজ এলাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে – এটা হত্যা না আত্মহত্যা।

পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরন করে।

এস/এ