পাল

শিখা রানী বিশ্বাস

–পাল

—শিখা রানী বিশ্বাস

একটি জাহাজ
যার চিত্রায়িত ছবি নেই
রঙ নেই
মাস্তুল নেই
পাল ওড়েনা
দার বায়না
দার টানার প্রিয়জন নেই!

শুধু কাঠের কাঠামোতে কালির দাগ,
ছোপ ছোপ রক্ত।
চাউনির ভীতরে করুন আর্তনাদ।

নাক গোঙ্গানোর শব্দ,
কেউ যেন বলছে পানি! পানি!

ছাউনির নিচে একটি ছোট্ট সিড়ি
যার নিচে রয়েছে আরও একটি অতল ঘর
গোহীনে ক্ষতের সাথে মিশেছে অ্যাকাশিয়ার।

পারে কি ভীতর দুয়ার খুলে
নিজের প্রভাবে প্রভাবিত করতে।
বিনা পারিশ্রমিকে দ্বার উন্মোচিত কঠিন,
দার বাইয়ের জীবনী বিতরণ করা
যেন এক পাল হারিয়ে যাওয়া নৌকা!

এস/এ