দারুস সালাম থানা সভাপতি হামিদ হাসান এর মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যানের শোক

দারুস সালাম থানা সভাপতি হামিদ হাসান এর মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যানের শোক

নিজস্ব প্রতিবেদক : দারুস সালাম থানা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য হামিদ হাসান (৫০) শুক্রবার দিবাগত রাত ১২:৩০ মিনিটে রাজধানীর মিরপুরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার এক শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি- হামিদ হাসান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করেছেন।

তিনি আরো বলেন, হামিদ হাসান একজন ভালো মানুষ ছিলেন। অন্তত সৎ সাহসী ও দক্ষ সংগঠক ছিলেন। তিনি আদর্শবান বিনয়ী সদালাপী পরিশ্রমী সাংগঠিক নেতা ছিলেন। হামিদ হাসান ‌এরশাদ মুক্তি আন্দোলনের লড়াকু সৈনিক ছিলো। দীর্ঘদিন যাবৎ দারুস সালাম থানা জাতীয় পার্টির সভাপতি হিসেবে বলিষ্ঠ নেতৃত্বের অবদান রেখেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টির অপুরনীয় ক্ষতি হলো যা সহসা পূরণ হওয়ার নয়। তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন ।তাঁর অবদানের কথা জাতীয় পার্টি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।

উল্লেখ্য যে হামিদ হাসান দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশে বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন।

মৃত্যুকালে তিনি-স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য‌ আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

অনুরূপ এক শোকবার্তায় হামিদ হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু। তিনি মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

পৃথক এক শোকবার্তায় হামিদ হাসানের- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী এবং সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সেন্টু। নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এস/এ