শেষ ম্যাচে কিউইদের কাছে হেরে র‌্যাংকিংয়ের পাঁচে ওঠা হলো না টাইগারদের

শেষ ম্যাচে কিউইদের কাছে হেরে র‌্যাংকিংয়ের পাঁচে ওঠা হলো না টাইগারদের

বিশেষ প্রতিনিধি: হার দিয়েই সিরিজ শেষ করলো টাইগাররা। সিরিজের পঞ্চম টি- টোয়েন্টিতে স্বাগতিক বাংলাদেশকে ২৭ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। কিন্তু শেষ ম্যাচে হেরে গেলেও ৩-২ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা।

নিউজিল্যান্ডের দেওয়া ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টপ অর্ডার ধসে চাপে পড়ে যায় স্বাগতিকরা। সেই চাপ সামলে দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন আফিফ ও দলপতি মাহমুদউল্লাহ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করে বাংলাদেশ। ৪৯ রানে অপরাজিত থাকেন আফিফ হোসাইন। কিউইদের পক্ষে ২ টি করে উইকেট নেন আজাজ পাটেল ও কুগ্লেইন।

মিরপুরে শেষ টি-টোয়েন্টির উইকেটটি ছিল পুরোপুরি ব্যাটিং সহায়ক। লিটন ১২ বলে ১০ রানে আউট হলে পরীক্ষা-নিরীক্ষার শেষ ম্যাচে সৌম্যকে সুযোগ দেওয়া হলেও আস্থার প্রতিদান দিতে পারেননি। ফিরেন মাত্র ৪ রানে। ২১ বলে ২৩ রানে ফিরে যায় নাঈম। দ্রুতই মুশফিক ৩ রান যোগ করে আউট হলে চাপে পড়ে যায় টিম টাইগারস।

আফিফ-মাহমুদউল্লাহ ৫০ রানের জুটি গড়লে জয়ে আশা জাগে। কিন্তু ২৩ রানে মাহমুদউল্লাহ আউট হওয়ার পরে সে আশা নিভে যায়। এরপর দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সোহান, শামীম, তাসকিনরা।

টস জিতে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ৫ উইকেটে এবারের টুর্নামেন্টের সর্বোচ্চ ১৬১ রান করেন।

ফিন অ্যালেন ২৪ বলে ৪১ রানে ফিরলেও পারের ব্যাটসম্যানেরা রানের চাকা স্বচল রাখেন। ম্যাচ সেরা অধিনায়ক টম ল্যাথাম একপ্রান্ত আগলে অপরাজিত ছিলেন ৫০ রানে।

শরিফুল ২ উইকেট নিলেও ৪ ওভারে দেন ৪৮ রান। টুর্নামেন্ট সেরা বাংলাদেশে নাসুম আহমেদ।

এস/এ