বাংলাদেশের লক্ষ্য ১৬২, টম ল্যাথামের অর্ধশত
নিজস্ব প্রতিবেদক: ৫ উইকেট হারিয়ে এবার সিরিজের সর্বোচ্চ ১৬১ রান করেছে নিউজিল্যান্ড। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকে ব্লাকক্যাপসরা। শরিফুর ইসলাম দলের পক্ষে ২ টি উইকেট তুলতে সক্ষম হয়েছে। তাসকিন, নাসুম এবং আফিফ একটি করে উইকেট নিজেদের করেছেন।
টসে জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশে শেষ ম্যাচ জিততে ওভার প্রতি করতে হবে ৮ রান।
সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষা নিয়েছেন নিউ জিল্যান্ডের ব্যাটসম্যারা। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত কতৃত্ব বজায় রেখে কিউইরা মাত্র ৫ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে। সর্বশেষ ১০ ম্যাচে মিরপুরে এটি সর্বোচ্চ রান।
অধিনায়ক টম লাথাম সর্বোচ্চ ৫০ রান করেন। ৩৭ বলে ২টি চার ও ২টি ছয়ে তিনি এই রান করেন। এ ছাড়া ২৪ বলে ৪১ রান করে ফিন অ্যালেন। লাথামের সঙ্গে ১০ বলে ১৭ রান নিয়ে অপরাজিত ছিলেন কোল ম্যাককনচি।
এস/এ